About Me

My photo
Mathbarai, Pirojpur, Bangladesh

Sunday, 16 October 2022

"বইয়ের আলোয় আলোকিত হোন, আঁধারে রবে না একটিও কোণ।"

 বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। একজন অন্ধ মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে পারে বই। বই শুধু কয়েকটা পাতায় কালির অক্ষরের বাঁধাই না। এটি এমন একটি সৃষ্টি যার ভিতরে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, অভিজ্ঞতার এক সুমিশ্রন। যা আপনার ভেতরকার খারাপ অভিজ্ঞতার ভাবকে মিছরির মতো মিষ্ট করে দিতে পারে। আপনাকে দিতে পারে সুন্দর সোনালী এক সকালের বার্তা। আপনার মনের খোরাক হিসেবে বই হলো সর্বোত্তম পছন্দ। বই পড়ার অভ্যাস আপনাকে আরও রুচিশীল করে তুলে। সাধারণ মানুষদের থেকে এগিয়ে রাখে। আপনার জানার পরিধিকে বৃদ্ধি করে। অনেকের মাঝে আপনার চিন্তা ভাবনার একটা সূক্ষ্ম পার্থক্য সৃষ্টি করে। যা সহজেই সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। আপনাকে অনেক বেশি কনফিডেন্ট করতে আপনার জানার পরিধিকে বিস্তৃত করার বিকল্প কিছু নেই। বই সেক্ষেত্রে আপনার শ্রেষ্ঠ বন্ধু। আপনার থেকে উৎসাহিত হয়ে অনেকেই আপনার অনুসারী তৈরি হবে, বই পড়ার অভ্যাস গড়ে তুলবে। এভাবেই সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যাবে জ্ঞানের আলো।

"বইয়ের আলোয় আলোকিত হোন, আঁধারে রবে না একটিও কোণ।"

 বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। একজন অন্ধ মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করতে পারে বই। বই শুধু কয়েকটা পাতায় কালির অক্ষরের বাঁধাই না। এটি এমন একট...